চাকুরী স্থায়ীকরণের আবেদন (পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন-পিডিবিএফ)
সেবা সংশ্লিষ্ট তথ্য
সেবা প্রদানের পদ্ধতি

১। ই-নথির ইউজার আইডি ও পাসওর্য়াড দিয়ে আবেদন করতে হবে।
২।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন জমা দিতে হবে।(পদোন্নতির ক্ষেত্রে ০১ বছর এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে ০২ বছরের এসিআর)

সংযুক্তি

  • ছবি*
  • জাতীয় পরিচয়পত্র (আবেদনকারীর)*
  • স্বাক্ষর* সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ*
  • নিয়োগ পত্রের সত্যায়িত ফটোকপি*
  • পদায়ন প্রজ্ঞাপন এর সত্যায়িত ফটোকপি*
  • প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি*
  • বিভাগীয় পরীক্ষার ফলাফলের গেজেট এর সত্যায়িত ফটোকপি*
  • বুনিয়াদী প্রশিক্ষণ সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি*
  • যোগদান পত্রের সত্যায়িত ফটোকপি*
  • ট্রেজারি সার্টিফিকেটের কপি কেস রেকর্ড এনোটেশন সার্টিফিকেট প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৭ কার্যদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক।
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।